বড়ই গাছের ডাল পুড়িয়ে ঘা শুকানো যায়।

বড়ই গাছের ডাল পুড়িয়ে ঘা শুকানো যায়।


https://bonargidawakhana.blogspot.com

বনার্জী দাওয়াখানা গাছ গাছান্ত কবিরাজি ঔষধঃ

পরামর্শ দেওয়াটা হলো আমাদের পরামর্শ কাজ যদি কাজে ব্যবহার না তাহলে ঘাঁ শুকাবে কি করে হাঁ তবে আমার পরামর্শ কাজে লাগিয়ে দিন। আল্লাহর রহমতে কাজ হবে ১০০% আমি যে ভাবে বলবো ঠিট সেই ভাবে ব্যবহার করবেন।

যে গুলো খেলে অরুচি ক্ষুধা মন্দা গ্যাষ্টিক সমস্যা নিরমূল করা যায়।

সেই আদিকাল থেকেই শুরু গাছ গাছান্ত ঔষধ তৈরী লতাপাতা গুণাগুণ আয়ুর্বেদীক রিসার্চ, গাছ গাছান্ত ঔষধ রোগ নির্ণয় করা যায়। বনার্জী দাওয়াখানা, গাছ গাছান্ত নিয়ে রিসার্চ, লতাপাতার গুণাগুণ, আয়ুর্বেদীক রিসার্চ, গাছান্ত ঔষধ তৈরী। সু-স্বাস্থ্যর জন্য টিপস্ বিভিন্ন রোগ নির্ণয়।

প্রসাবের আগে ও পরে ধাতু বের হয়।


পরামর্শ পানি আর নিম পাতা জ্বাল দিয়ে পনি গুলো লালচে কালার হলে নামিয়ে দিন তার পর হাল্কা কুসুম গরম পানি দিয়ে পায়ের গুরালী ধুয়ে ফেলতে হবে দিনে তিনবার তারপর শুকনা বড়াই গাছের ডাল পুড়িয়ে হাল্কা তাপ দিন দিনে তিনবার তাহলে ঘাঁ শুকিয়া যাবে। বেশির ভাগ মানুষেই ফ্রি পরামর্শ কাজে অবহ্যলা করে। তাই বলি পরামর্শ দিয়ে কি লাভ পরামর্শ কাজে লাগিয়ে রোগী ভালো হওয়া পর্যন্ত আমাদের শুভকামনা রইল প্রচারেঃ বনার্জী দাওখানা


নবীনতর পূর্বতন