লজ্জাবতীর উপকারিতা। লজ্জাবতী গাছের মূল ও লতা পাতা অর্শ রোগ ভালো হয়।

লজ্জাবতীর  উপকারিতা। লজ্জাবতী গাছের মূল ও লতা পাতা  অর্শ রোগ ভালো হয়।


The benefits of shyness লজ্জাবতীর  উপকারিতা। লজ্জাবতী গাছের মূল ও লতা পাতা  অর্শ রোগ ভালো হয়।


অশ্ব রোগ হলে লজ্জাবতী গাছের মূলশহ গাছ ১০ গ্রাম নিয়ে তাতে এক কাপ দুধ আর তিন কাপ পরিমাণ পানি নিয়ে একসঙ্গে ভালোভাবে সেদ্ধ করে নিন। এক কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ফেলুন। তারপর ঠান্ডা হয়ে গেলে। ভালো করে ছেঁকে নিয়ে প্রত্যেকদিন সকালে ও রাত্রে খেলে অশ্ব রোগের উপকার হবে।


ঘাঁ পাঁচড়া ফোঁড়াঃ

দুষ্ট ঘাঁ মূলসমেত লজ্জাবতীর গাছ তুলে নিয়ে এসে চার কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন। এক কাপ অবশিষ্ট থাকতে তা নামিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ভালো করে ছেঁকে নিন। সেই আবার পাত্রটি চুলায় বসিয়ে দিন। নাচতে নাচতে যখন দেখবেন একটু ঘন হয়ে গেছে। সেই ঘন কাথ ঠান্ডা হওয়ার পর, ক্ষত উপর সারাদিনে দুই থেকে তিনবার লাগালে ক্ষত সেরে যাবে। বা পুঁজ পড়া বন্ধ হয়ে যাবে। এবং ঘা শুকিয়ে যাবে।


পুরাতন আমাশয়ঃ

লজ্জাবতীর গাছের পাতাও ডাল মিশিয়ে দশ থেকে বারো গ্রাম নিয়ে। তারপরে চার কাপ পরিমাণ পানিতে সিদ্ধ করতে হবে। অবশিষ্ট এককাপ থাকতে নামিয়ে নিতে হবে। তারপর ভালো করে ছেঁকে নিয়ে সকালেও রাত্রে এক কাপের দুই ভাগ করে সকালে একবার রাতে একবার খেলে পুরাতন আমাশয় উপকার পাবেন।


রক্ত পিত্তঃ

রক্ত পিত্ত-রক্ত পিত্তে যদি ভোগেন তাহলে আপনার জন্য লজ্জাপতির পাতা ও ডাল সব মিলিয়ে দশ গ্রাম নিয়ে। চার গ্রাম পরিমাণ পানিতে সিদ্ধ করে নিতে হবে। এক কাপ পরিমান থাকতে নামিয়ে নিয়ে। পানি ঠান্ডা হওয়ার পর, ভালো করে ছেঁকে নিন। সেই পানি দুই ভাগের এক ভাগ করে সকালে ও রাতে খালে উপকার হবে।


কান পাঁকা কানে পুঁজ হলেঃ

কানে পুঁজ হলে প্রথমে আপনাকে লজ্জাপতির ক্কাথ তৈরি করতে হবে। তারপর ক্কাথ গুলো ছঁকে তার সঙ্গে খানিকটা সরিষার তেল মিশিয়ে পাক করতে হবে। সেই তেল অবশিষ্ট থাকতে নামিয়ে নিন। সেই তেল ঠান্ডা হওয়ার পর কানে এক থেকে দুই ফোঁটা করে কানে দিলে উপকার হবে। পুঁজ পড়া বন্ধ হয়ে যাবে। কানে পাকা সেরে যাবে।


মহিলাদের নাড়ী সরে গেলে অনেক সময় অনেক কারণে নারীর নাড়ী সরে যায়। এই অবস্থায় লজ্জাপতির মূল দশ গ্রাম পরিমাণ নিয়ে চার কাপ পানিতে সেদ্ধ করে, এক কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে নিতে হবে। তারপর ভালো করে ছেঁকে নিতে হবে। ঐ ক্কাথ দিয়ে ডুশ দিন।


দাঁতের মাড়ির ঘাঁঃ

দাঁতের মাড়ির ঘাঁ বা ক্ষতে লজ্জাবতীর পাতা বাড়ো গ্রাম পরিমাণ নিয়ে চার কাপ পানিতে সিদ্ধ করে। এক কাপ অবশিষ্ট থাকতে  নামিয়ে ফেলুন। তারপরে ভাল করে সেকে নিয়ে সেই ক্কাথ  দ্বারা মুখে নিয়ে মাজলে দশ মিনিট মুখে রেখে ফেলতে থাকুন। কয়েকদিনের মধ্যেই দাঁতের মাড়ির ঘাঁ শুকিয়ে যাবে।

গ্রন্থিবাত বাতের জন্য উপরোক্ত নিয়মে ক্কথ তৈরি করে। ছেঁকে নিয়ে ঐই ক্কাথের সঙ্গে এক কাপ দুধ ও ছয় থেকে সাত চামচ ঘিঁ মিশিয়ে আবার পাক করুন। ক্কাথগুলি শুকিয়ে গেলে। এবং অবশিষ্ট থাকতে সেই ঘিঁ খাবেন। ও মালিশ করবেন। এতে গ্রন্থিবাত ছেড়ে যাবে।

কানের দুর্গন্ধ ও দাগ এমন অনেক লোকের আছে। যাদের গেঞ্জিতে দাগ লেগে যায়। বদলে দুর্গন্ধ দেখা যায়, এই অবস্থায় বিশ্ব গ্রাম লজ্জাবতীর গাছ নিয়ে। পাঁচ কাপ পানিতে সিদ্ধ করে নিন। ও দুইকাপ অবশিষ্ট থাকতে নামিয়ে নিতে হবে। তারপর ভালো করে ছেঁকে নিন। এবার সেই ক্বাথের দাঁড়া শরীরটা মুছে ফেলুন।

নবীনতর পূর্বতন